Advertisement
Advertisement

Breaking News

Nirmala Sitharaman

নির্মলার বাজেট স্পেশাল শাড়ি, বিবিধ পরিধানের ইতিহাস দেখুন ছবিতে

বাজেটের পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শাড়ি নিয়েও চলছে চর্চা।

রেকর্ড গড়ে টানা সপ্তমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। বাজেট কেমন হল? লাভ বেশি না লোকসান? তা নিয়ে চর্চা চলছে ও চলবে। এর পাশাপাশিই আবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শাড়ি নিয়ে তুমুল চর্চা।

প্রতিবারের মতো এবারও নির্মলার শাড়িতে চমক। হস্তশিল্পের দারুণ কাজের শাড়ি বেছে নিয়েছেন তিনি। সাদা এই শাড়ির পাড়ে রয়েছে সোনালি ও ম্যাজেন্টা রঙের ঔজ্জ্বল্য।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নির্মলা সীতারমণ যখন অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন তখন তাঁর পরনে ছিল নীল ও ক্রিম রঙের তসর সিল্ক। তাতে আবার ছিল কাঁথা স্টিচের কাজ।

২০১৯ সাল থেকে কাগজের ফাইলের বদলে বদলে গিয়েছে ডিজিটাল নথিতে। সে সোনালি পাড়ের গোলাপি মঙ্গলগিরি শাড়ি পরে প্রথমবার বাজেট পেশ করতে আসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

২০২০ সালে হলুদ রঙের শাড়ি পড়েছিলেন নির্মলা সীতারমণ। হাতে তাঁর ছিল লাল ‘বহি-খাতা’। এই শাড়ির পাড়ও ছিল সোনালি। ছিল সবুজ বর্ডার।

এর পরের বছরের বাজেট পেশের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেখা যায় লাল ও অফহোয়াটের কম্বিনেশনে তৈরি পোচামপল্লী সিল্ক শাড়িতে। এই শাড়ি তেলেঙ্গানার ঐতিহ্য।

মেরুণ রঙের বোমকাই শাড়ি পরে ২০২২ সালের বাজেট পেশ করেন নির্মলা সীতারমণ। এই শাড়ি আবার ওড়িশার ঐতিহ্য বহন করে।

গত বছর অর্থাৎ ২০২৩ সালে অর্থমন্ত্রীর পরনে টেম্পল বর্ডারের লাল শাড়ি। পাড়ে সোনালি রংও ছিল। বিভিন্ন প্রদেশের প্রতীকী হস্তশিল্প নির্মলা সীতারমণের বেশ পছন্দের। তাই বিশেষ দিনে তাঁর পরিধানে এমন শিল্পই প্রাধান্য পায়। ছবি: সংগৃহীত।