Advertisement
Advertisement

Breaking News

Bengali New Year

নববর্ষের নয়া ট্রেন্ড, শাড়ির ডিজাইনে শিবপুর থেকে ‘শুভনন্দন’, রয়েছে শান্তি-সম্প্রীতির বার্তাও

জলবায়ু নিয়ে সচেতনার বার্তাও দেওয়া হয়েছে শাড়ির মাধ্যমে।

নববর্ষ মানেই বাঙালির সাজো সাজো রব। মন্দিরে পুজো দেওয়া থেকে নতুন পোশাক, খাওয়াদাওয়া, গল্প-আড্ডা। আর বাঙালিকে সাজাতে এবার নতুন রূপে তৈরি দক্ষিণ কলকাতার এক শপিং কমপ্লেক্সের শাড়ির দোকান।

অনেক সময় টি-শার্টে লেখা বার্তাই হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। তাহলে শাড়ি কেন নয়? তাই এবার শাড়ির ডিজাইনেই শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে।

শাড়িতেই উঠে এসেছে শিবপুর আর গাজোলের অশান্তির কথা। শান্তির বার্তা দিয়ে লেখা হয়েছে, আর নয় শিবপুর আর নয় গাজোল। নববর্ষে যেন আর কালো না হয় বাংলা মায়ের আঁচল।

তবে শুধু বার্তাই নয়, ২০০০ টাকার নোট নিয়ে যা কাণ্ডকারখানা হয়েছে, সেই বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে শাড়িতে। উঠে এসেছে সিবিআই প্রসঙ্গও। সম্প্রতি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাতে 'শুভনন্দন' শব্দটি ব্যবহার করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাড়িতে ফুটে এসেছে সেই শব্দটিও।

এছাড়াও পোষ্য সারমেয় কিংবা পাখিদের সুরক্ষা ও জলবায়ু নিয়ে সচেতনার বার্তাও দেওয়া হয়েছে শাড়ির মাধ্যমে। সরকারি দোকানের কর্মী জানাচ্ছেন, এটাই বাংলা নববর্ষের নয়া ট্রেন্ড। দাম? এর জন্য পৌঁছে যেতে হবে ঢাকুরিয়ার দক্ষিণাপনে। দেরি করবেন না!

News Hub