কেন্দ্রীয় বাজেট কি এবারে নতুন সংসদ ভবনে পেশ হতে চলেছে! শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে নতুন সংসদ ভবনের একগুচ্ছ ছবি প্রকাশ করার পর থেকেই এই জল্পনা তুঙ্গে।
চলতি মাসের ৩১ তারিখে সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি। মনে করা হচ্ছে, অধিবেশনের দ্বিতীয় পর্ব নয়া ভবনে হতে পারে।
সেট্রাল ভিস্তা প্রকল্পের অন্তর্গত নতুন সংসদে ভবনের যে ছবিগুলি প্রকাশ করা হয়েছে, সেখানে ৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয় পাখি ময়ূর।
আবার ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জা করা হয়েছে পদ্ম থিমের উপরে।
নতুন সংসদ ভবনের গ্রন্থাগার থেকে শুরু করে বৈঠক কক্ষ সব জায়গাতেই অত্যাধুনিক দৃশ্য-শ্রাব্য প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
নতুন সংসদ ভবনে একটি কক্ষ রয়েছে, যেখানে ভারতীয় সংবিধানের ধারার পাণ্ডুলিপি রাখা হয়েছে এবং এই কক্ষ অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে।
প্রতিবন্ধীরা যাতে অবাধে নতুন সংসদ ভবনে চলাফেরা করতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে সরকারি সূত্রে খবর। নতুন সংসদের ভবনের প্রতিটি কোণ দেশের বিভিন্ন রাজ্যের শিল্পকর্ম দিয়ে সাজানো হচ্ছে বলেই জানা গিয়েছে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.