Advertisement
Advertisement
National Flags

স্বাধীনতা দিবসের পর ফের ভূলুণ্ঠিত জাতীয় পতাকা, ভ্রূক্ষেপ নেই জনতার

কবে সচেতন হবে জনতা?

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে 'আজাদি কা অমৃত মহোৎসবে' মেতেছে দেশ। মহাসমারোহে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা উদযাপন সবই হয়েছে যথাযথ মর্যাদা অনুযায়ী।

কিন্তু সেই মর্যাদা স্থায়ী মাত্র একদিনের জন্য। স্বাধীনতা দিবসের পরদিনই সেই পতাকা রাস্তার উপর ভূলুণ্ঠিত হয়ে তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালাচ্ছে।

উত্তরপাড়া স্টেশনে যাওয়ার পথে রেল লাইনের ধারের রাস্তায় নিত্যযাত্রীদের পায়ে পায়ে জাতীয় পতাকা পদদলিত হচ্ছে। রাস্তার ধারে ফেলে দেওয়া ময়লা আবর্জনার স্তূপে সেই পতাকা তার বিবর্ণ রূপ ধারণ করেছে।

জাতীয় পতাকার এ হেন অবমাননার পরও এ নিয়ে কোন ভ্রুক্ষেপ নেই আম আদমির। দিব্যি পাশ কাটিয়ে চলে যাচ্ছেন তাঁরা।

এ ছবি অবশ্য নতুন কিছু নয়। প্রতিবছরই এই ছবি দেখা যায়। স্বাধীনতা দিবসের পর পতাকার সম্মান নিয়ে ভ্রূক্ষেপ থাকে না কারও। এ বিষয়ে উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান সমস্ত প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এবং মর্যাদা সহকারে জাতীয় পতাকার সম্মান রক্ষা করা উচিত।