Advertisement
Advertisement

Breaking News

রথযাত্রায় লোকারণ্য মহা ধুমধাম…

রথযাত্রা উপলক্ষে মরশুমী উৎসবে সেজে উঠেছে গোটা বাংলা। গোটা দেশের মতোই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন উপচে পড়া ভিড়, তেমনই উৎসবের মেজাজে তিলোত্তমাও। রথের রশিতে টান দিয়ে পূণ্যলাভের আশায় ভক্তরা।

রথের রশিতে টান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গী দুই অভিনেত্রী মুনমুন সেন ও ভাগ্যশ্রী। (ছবি: অমিত ঘোষ)

জগন্নাথদেবের পুজোয় মন্ত্রী অরূপ বিশ্বাস। (ছবি: শুভাশিস রায়)

রথ উৎসবে শামিল ওরাও... (শুভাশিস রায়)

রথযাত্রার শোভা শহরজুড়ে। (ছবি: অমিত ঘোষ)