২০২৩-এ বিয়ে হয় দুজনের। কিন্তু তার আগেও বহু সম্পর্কের গুঞ্জন ছিল তাদের জীবনে। নাতাশা আসার বহু আগেই মডেল লিসা শর্মার সঙ্গে অ্যাফেয়ার ছিল হার্দিকের। প্রকাশ্যে ছবিও দিয়েছিলেন দুজনে। পরে সমস্ত কিছুই গুজব বলে দাবি করেন হার্দিক।
বলি অভিনেত্রী এলি আভ্রামের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের খবর ছিল নেটদুনিয়ায়। বিজ্ঞাপনের শুটিং থেকে বাড়ির অনুষ্ঠান, প্রায়ই একসঙ্গে দেখা যেত দুজনকে। পরে অবশ্য দুজনের পথ আলাদা হয়ে যায়।
ক্রিকেটারদের সঙ্গে প্রেমের সম্পর্কে উর্বশী রাউতেলার নাম নতুন কিছু নয়। সেই তালিকায় নাম ছিল হার্দিকেরও। সোশাল মিডিয়ায় একে-অপরের পোস্টে কমেন্ট করতেন দুজনেই। পরে 'গুজব'কেই অস্ত্র করেন দুপক্ষ।
মডেল শিবাণী দাণ্ডেকরের সঙ্গে হার্দিকের সম্পর্ক নিয়ে কম জল্পনা ছিল না। এমনকী সোশাল মিডিয়ায় 'দানবীয়' হার্দিকের ছবিতে উড়ন্ত 'চুমুও' দিয়েছিলেন শিবাণী। এক্ষেত্রেও গুজবের ঘাড়েই দোষ দেন তাঁরা।
২০১৯-এ অভিনেত্রী ঈশা গুপ্তার সঙ্গেও নাম জড়িয়েছিল হার্দিকের। এক অনুষ্ঠানে দেখা হয় দুজনের। কম দিন টিকলেও সম্পর্কের গল্প গোপনেই রেখেছিলেন তাঁরা।
কম যান না নাতাশাও। বছর দশেক আগে হার্দিকপত্নীর সঙ্গে প্রেম ছিল আলি গোনির। একটি জনপ্রিয় নাচের অনুষ্ঠানেও জুটি বেঁধেছিলেন দুজনে। কিন্তু বিদেশি নাতাশার সঙ্গে 'সাংস্কৃতিক পার্থক্য'-এর জন্য সম্পর্ক ভেঙে দেন গোনি।
গোনি পর্ব মেটার কিছুদিন পরেই নাতাশার জীবনে আসেন হোটেল ব্যবসায়ী স্যাম মার্চেন্ট। মাত্র কয়েক মাসের সম্পর্ক ছিল যুগলের।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.