শুক্রবার বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত যাত্রা শুরু করল। ভারতে তৈরি এই জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই জাহাজের দৈর্ঘ্য ২৬২ মিটার, যা একটি গোটা শহরের সমান।
৬২ মিটার চওড়া এই যুদ্ধজাহাজে বেশ কয়েকটি যুদ্ধবিমান রাখা এবং ব্যবহার করা যাবে। ভারত নৌবাহিনীর একমাত্র আইএনএস বিক্রমাদিত্যে যুদ্ধবিমান পরিবহণ করার ব্যবস্থা রয়েছে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজের ফ্লাইট ডেকটি আয়তনে প্রায় দু'টি ফুটবল মাঠের সমান। প্রাথমিকভাবে এই জাহাজ থেকে মিগ যুদ্ধবিমান উত্তরণ করানো হবে। সেই সঙ্গে বেশ কয়েকটি হেলিকপ্টারও ওড়ানোর ব্যবস্থা রয়েছে।
একসঙ্গে ১৬০০ জন সেনা এই জাহাজে থাকতে পারেন। মোট ৩০টি যুদ্ধবিমান রাখার ব্যবস্থা রয়েছে এই জাহাজে। উন্নত মানের রান্না করার যন্ত্রপাতিও জাহাজে মোতায়েন করা হয়েছে। এক ঘণ্টায় প্রায় তিন হাজার রুটি বানিয়ে নেওয়া যেতে পারে।
আহত সেনাদের চিকিৎসার জন্য জাহাজের মধ্যেই হাসপাতাল তৈরি করা হয়েছে। ১৬টি বেড রাখা হয়েছে এই হাসপাতালে। সবমিলিয়ে দশ বছর ধরে এই জাহাজ তৈরি করা হয়েছে।
কুড়ি হাজার কোটি টাকা খরচে তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম যুদ্ধজাহাজ। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আইএনএস বিক্রান্ত। সেই জাহাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই নতুন জাহাজের নাম রাখা হয়েছে।
এই জাহাজ ঠিকমতো কাজ করছে কিনা, তা পরীক্ষা করে দেখার জন্য গত আগস্ট মাসেই জলে নামানো হয়েছিল এই জাহাজ। সফল পরীক্ষার পর শুক্রবার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল আইএনএস বিক্রান্ত।
শুক্রবার নৌবাহিনীর নতুন লোগো প্রকাশ করা হয়েছে। ভারতের পতাকার সঙ্গে অশোকস্তম্ভ মিলিয়ে নতুন লোগো বানানো হয়েছে। সেই সঙ্গে লোগোতে বরুণ দেবের উদ্দেশ্যের একটি শ্লোক লেখা হয়েছে। 'সত্যমেব জয়তে' কথাটিও লেখা রয়েছে নতুন লোগোতে।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.