নতুন সংসদ ভবনের ছাদে তৈরি হয়েছে বিশাল অশোকস্তম্ভের মূর্তি। সোমবার তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ব্রোঞ্জের তৈরি মূর্তিটির ওজন ৯৫০০ কেজি। মূর্তির উচ্চতা সাড়ে ছয় মিটার।
মূর্তি উন্মোচনের আগে বিশেষ পুজো করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন মোদি।
মূর্তির পাদদেশে পুজোর ফুল ছড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
মূর্তি উন্মোচনের পুজোয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী।
নতুন সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন প্রধানমন্ত্রী। তবে আমন্ত্রণ জানানো হয়নি বিরোধী দলগুলিকে। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কংগ্রেসের তরফে বলা হয়েছে, সংসদ ভবন উদ্বোধনে বিরোধীদের আমন্ত্রণ জানানো উচিত ছিল।
সংসদ ভবনের ছাদে উঠে অশোকস্তম্ভের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন মোদি।
সংসদ ভবন তৈরির কারিগরদের সঙ্গে দেখাও করেছেন প্রধানমন্ত্রী। ছবি সৌজন্যে ডিডি নিউজ।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.