পরনে জিনস ও টপ। কানে ব্লুটুথ। কখনও রান্না করছেন। আবার তাড়াহুড়ো করে কখনও খাবার পরিবেশন করছেন। তবে মুখে লেগে মিষ্টি হাসি। ডালহৌসি পাড়ার ছোট্ট ভাতের হোটেলের 'স্মার্ট দিদি নন্দিনী' এখন সোশাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়।
ইউটিউবারদের সৌজন্যে ফুটপাথের অন্যান্য দোকানিদের তুলনায় অনেক বেশি জনপ্রিয় তিনি। সোশাল মিডিয়ায় হু হু করে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। ফলোয়ার্সের সংখ্যা বাড়ছে ক্রমাগত।
সেই নন্দিনীদিই শুরু করলেন জীবনের নতুন ইনিংস। সাত পাকে বাঁধা পড়লেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।
দোলের দিন বিয়ে করেন নন্দিনী। সকালে গায়ে হলুদের ছবিও সোশাল মিডিয়ায় ভাইরাল। হলুদ শাড়ি, হাতে শাঁখা-পলায় একেবারে মোহময়ী নন্দিনী। সঙ্গে তাঁর মনের মানুষ রুদ্রকেও দেখা গিয়েছে।
গায়ে হলুদ পর্বে তাঁর পরিবারের লোকজনকেও দেখা গিয়েছে।
বিয়ের সাজের বাঁধা ছক ভেঙেছেন নন্দিনী। গতে বাঁধা লাল বেনারসি নয়। গাঢ় বেগুনি রঙের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ পরেছিলেন। সঙ্গে সোনালি ওড়না এবং শোলার মুকুট। সোনার গয়নায় বাঙালি বধূ বেশে মালাবদল সারেন।
মালাবদলের সময় আবেগ সামলাতে পারেননি 'নন্দিনীদি'। চোখে জল চলে আসে তাঁর। ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ভিডিও শেয়ার করেন। তাতে শোনা গিয়েছে, জিৎ-কোয়েল অভিনীত 'শুভদৃষ্টি' ছবির 'তুমি আমার চিরসাথী' গানটি।
নন্দিনী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রুদ্রর প্রেমের বিয়ে। মন দেওয়া নেওয়া হয়েছিল দীর্ঘদিন আগেই।
২০২৩ সালের শেষের তাঁর সম্পর্কের কথা জানাজানি হয়। তার পরের বছর আইনি বিয়ে সেরে ফেলেন।
চলতি বছর দোলের দিন সামাজিকভাবে বিয়ে সারলেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.