বায়োপিক '৮০০'র প্রচারে কলকাতায় কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন।
বৃহস্পতিবার কলকাতার বিলাসবহুল হোটেলে অনুষ্ঠানে যোগ দেন সর্বকালের অন্যতম সেরা অফস্পিনার। ছিলেন তাঁর বন্ধু সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
অনুষ্ঠানে খোলাখুলি নিজেই জানালেন বায়োপিকে রাজি হওয়ার কারণ। বললেন, "ম্যানেজার আমাকে বলেন, বায়োপিক হলে আমার ফাউন্ডেশন অনেক উপকৃত হবে। তখন আমি রাজি হয়ে যাই। তবে নির্মাতাদের বলেছিলাম, মশালাদার ছবি বানানো যাবে না।"
এদিনের অনুষ্ঠানে উঠল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক প্রসঙ্গ। 'দাদা'র চরিত্রে কি অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা? উত্তরে মহারাজ জানালেন, "এখনও ফাইনাল করেনি। যতদূর শুনছি আয়ুষ্মান। আমি তো ছিলাম না, কথা হয়নি।"
বৃহস্পতিবার সকালে সল্টলেকের একটি স্কুলে যান কিংবদন্তি স্পিনার। ক্রিকেট খেলেন খুদে পড়ুয়াদের সঙ্গে। খান রসগোল্লা, ডাবের জল।
প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে শ্রীলঙ্কার এই স্পিনারের বায়োপিক। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন মধুর মিত্তল।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.