Advertisement
Advertisement

Breaking News

ওয়াজিদ

ইরফানের পাশেই সমাধিস্থ হলেন ওয়াজিদ খান, চোখের জলে সংগীত পরিচালককে বিদায় জানাল বলিউড

একনজরে তাঁর মিউজিক্যাল সফর।

ভারসোভায় ইরফান খানের করবের পাশেই সংগীত পরিচালক ওয়াজিদ খানকে সমাধিস্থ করা হল।

ভোর ৫টায় আজানের সময় ওয়াজিদের শেষকৃত্য সম্পন্ন হয়।

শেষকৃত্যে উপস্থিত ছিলেন দাদা সাজিদ খান ও বলিউডের কয়েকজন। লকডাউনের কারণে পরিবারের সবাই আসতে পারেননি।

তাঁর শেষ কম্পোজিশন ছিল 'ভাই ভাই'। ইদে সলমন খান এর মিউজিক ভিডিও রিলিজ করেন।

দুই যুগ বলিউডকে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন ওয়াজিদ।

তার মধ্যে উল্লেখযোগ্য হল 'মাশাল্লাহ', 'ফেভিকল সে', 'দাবাং দাবাং', 'লাভ মি', 'সোনি দে নখরে' ইত্যাদি।

ওয়াজিদের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন বলিউডের সেলিব্রিটিরা।