Advertisement
Advertisement

Breaking News

Maharashtra Assembly Election

শচীন-অক্ষয়-কার্তিক থেকে হেমা-গুলজার, মহারাষ্ট্রের ভোট উৎসবে মুম্বইয়ের তারকারা

কড়া নিরাপত্তার বেষ্টনীতে ভোট দেন সলমন খানের বাবা-মা সেলিম খান ও সালমা খান।

১০

গণতন্ত্রের উৎসব বলে কথা। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সকাল সকাল ভোট দিতে হাজির তারকারা। স্ত্রী ও মেয়েকে নিয়ে ভোট দেন শচীন তেণ্ডুলকর।

১০

কার্তিক আরিয়ান এখন বলিউডের 'রুহ বাবা'। সাদা শার্ট ও কালো টুপিতে ভোটকেন্দ্রে দেখা যায় 'ভুলভুলাইয়া' স্টারকে।

১০

গত বছরই ভোটাধিকার পেয়েছেন। প্রথমবার লোকসভা ভোটে সেই ভোটাধিকার প্রয়োগ করেছিলেন অক্ষয় কুমার। এদিন নিজের কেন্দ্রের প্রথম ভোটার ছিলেন তিনি।

১০

রীতেশ দেশমুখের দুই ভাই এবারে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রার্থী। স্ত্রী জেনেলিয়ার সঙ্গে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তারকা।

১০

প্রাণনাশের হুমকির জেরে সলমন খান ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কড়া নিরাপত্তার বেষ্টনীতেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন সেলিম খান ও সালমা খান।

১০

মেয়ে এষা দেওলকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনী। সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে সকলকে ভোটাধিকার প্রয়োগ করার পরামর্শ দেন তিনি।

১০

কলমের গুরুত্ব যেমন তিনি জানেন, তেমনই বোঝেন ভোটের কালির প্রভাব। মেয়ে মেঘনাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন গুলজার।

১০

ভোটাধিকার প্রয়োগ করেন পরিচালক-প্রযোজক সুভাষ ঘাই। যথাসময়ে ভোট কেন্দ্রে হাজির হয়ে ভোট দেন পরেশ রাওয়াল।

১০

পরিবারের সঙ্গে ভোট দিতে এসেছিলেন অভিনেতা-পরিচালক তথা প্রযোজক ফারহান আখতার। একাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন সুনীল শেট্টি।

১০ ১০

কালো টি-শার্ট ও সাদা টুপি পরে ভোটকেন্দ্রে পোজ দেন কুণাল খেমু। ওদিকে সোহা আলি খান ভোট দেওয়ার পর পোজ দেন মহিলা পুলিশকর্মীর সঙ্গে। ছবি: পিটিআই ও সংগৃহীত।