Advertisement
Advertisement
MS Dhoni

বিদায় আসন্ন? চিপকে ম্যাচ শেষে গোটা মাঠ ঘুরলেন মাহি, অটোগ্রাফ গাভাসকর-রিঙ্কুদের

হেরেও ম্যাচের নায়ক সেই ক্যাপটেন কুলই।

চিপকে সম্ভবত শেষ ম্যাচ খেললেন মহেন্দ্র সিং ধোনি। প্রিয় থালার সমর্থনে স্টেডিয়াম জুড়ে তখন শুধুই ধোনির নামে ভক্তদের চিৎকার। তার মধ্যেই একেবারে সুপার ফ্যানের মতো ছুটে এলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। একেবারে হৃদয়ের মধ্যে ধোনির অটোগ্রাফ নিলেন।

ম্যাচের আগেই চেন্নাই ম্যানেজমেন্ট জানিয়েছিল, ম্যাচের পরে বিশেষ অনুষ্ঠান থাকবে ভক্তদের জন্য। সেই মতোই গোটা মাঠ জুড়ে ঘুরল চেন্নাই টিম। গ্যালারির দিকে তাকিয়ে ধন্যবাদ জানালেন মাহিরা।

সমর্থকদের ধন্যবাদ জানাতে এদিন বিশেষ জার্সি পরেছিল চেন্নাই। ম্যাচের পরে নতুন জার্সি পরে বেরিয়ে আসেন জাদেজা-রাহানেরা। হাতে পোস্টার, কার্ড নিয়ে হুইসল পোডু আর্মিকে ধন্যবাদ জানান তাঁরা।

ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি দর্শকদের জন্য নানা উপহারের ব্যবস্থা করেছিল চেন্নাই। জার্সি, বল, গ্লাভস- নানারকমের উপহার দর্শকদের দিকে ছুঁড়ে দেন চেন্নাই ক্রিকেটাররা।

দর্শকদের জন্য মাঠ প্রদক্ষিণ করার পাশাপাশি ম্যাচের আয়োজকদেরও ধন্যবাদ জানায় চেন্নাই। পুলিশ, প্রশাসন, মাঠকর্মী-সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্টার হাতে মাঠে নামেন খেলোয়াড়রা।

ধোনির সঙ্গে একই মাঠে সম্ভবত শেষ ম্যাচ খেললেন। সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন রিঙ্কু সিং। তাঁর দুরন্ত হাফসেঞ্চুরিতে ভর করেই চেন্নাইকে হারায় কলকাতা। কিন্তু ম্যাচের পরেই ছুটে গিয়ে নিজের জার্সিতে ক্যাপটেন কুলের অটোগ্রাফ নিলেন।