Advertisement
Advertisement

Breaking News

Mouni-Disha

রঙিন বিকিনিতে মৌনী-দিশার ‘গার্লস ট্রিপ’, সঙ্গে কে?

সৈকতে বেশ ভালো সময় কাটিয়েছেন তিনজন। ছবি শেয়ার করেছেন মৌনী-দিশা।

কথায় বলে, বাঙালির পায়ের তলায় সর্ষে। বেড়ানোর নাম শুনেই মুখে হাসি ছড়িয়ে পড়ে। মৌনী রায়ও তার ব্যতিক্রম নয়। বছরশেষেই থাইল্যান্ডে গার্লস ট্রিপে অভিনেত্রী।

বেড়ানোর সময় মৌনীর দোসর দিশা পাটানি। বেশ কয়েক বছরের বন্ধুত্ব দুজনের। এবারের ট্রিপেও মৌনীর সঙ্গী দিশা। আরও একজন রয়েছেন এই দুই কন্যার সঙ্গে।

তৃতীয় এই নারী আসলে টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। টাইগার ও দিশা পাটানির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। ব্রেকআপের খবরও রটেছে। তাঁরা কি আদৌ এখনও সম্পর্কে রয়েছেন? সেই প্রশ্ন অনুরাগীদের মনে।

তবে দিশার সঙ্গে টাইগারের বাড়ির সদস্যদের সম্পর্ক যে বেশ ভালো সেই প্রমাণ কৃষ্ণার সঙ্গে নায়িকার এই 'গার্লস ট্রিপ'। রঙিন বিকিনি পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনজন।

সমুদ্র সৈকত বরাবর মৌনীর পছন্দের। তার উপরে সেখানে যদি থাকে দোলনা, তাহলে আর কথাই নেই। দোলনা পেয়েই যেন ছোটবেলায় ফিরে গিয়েছিলেন নায়িকা।

সৈকতে আবার এক সারমেয় ছানার দেখাও পেয়েছিলেন মৌনী। এমন আদুরে চারপেয়ে দেখলে কার না একটু আদর করতে ইচ্ছে করে! মৌনীও যেন বন্ধুত্ব পাতিয়ে ফেলেন খুদের সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম।