আমজনতার মতো সেলেবরাও সোশাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি শেয়ার করে মাতৃদিবস উদযাপনে মেতেছেন। মা অঞ্জনা ভৌমিকের সঙ্গে দুই মেয়েকে নিয়ে ছবি শেয়ার করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত।
মাতৃদিবসে মায়ের সঙ্গে বরফের দেশে ট্যুরের ছবি দিলেন মিমি চক্রবর্তী।
মাতৃদিবসে ছেলে ঈশানের মুখ দেখালেন নুসরত জাহান। কেক কেটে মাকেও খাইয়ে দেওয়ার মুহূর্ত শেয়ার করেছেন তিনি।
মধুমিতা সরকারও তাই। মায়ের সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি দিলেন তিনিও।
স্মৃতির সরণিতে হেঁটে গিয়ে মা রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন প্রসেনজিৎ। মায়ের গালে স্নেহের চুম্বন আঁকতে দেখা গেল তাঁকে।
মায়ের সঙ্গে দেখা গেল 'মির্জা' স্টার অঙ্কুশের শৈশবের ছবি। দেখে চেনাই দায় যে, সেই সাদামাটা খুদে কিনা আজ টলিউড সুপারস্টার।
মা শর্মিলা ঠাকুরের সঙ্গে ছবি পোস্ট নবাবপুত্রী সোহা আলি খানের। মেয়ের সঙ্গেও তাঁর আদুরে ছবি দেখা গিয়েছে।
মাতৃদিবসে মায়ের উদ্দেশে বাবিল খান লিখলেন, "সুতপা শিকদার না থাকলে ইরফান খান তৈরি হত না।" মা-বাবার সুখস্মৃতি শেয়ার করেছেন অভিনেতা।
মেয়ে মানির সঙ্গে একাধিক খুনসুঁটির ছবি দিয়ে মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়েছেন রিধিমা। ছোট্ট রাজপুত্রের সঙ্গে ছবি দিলেন অভিনেত্রী।
মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি দিলেন মানালি মণীষা দে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.