Advertisement
Advertisement
Kalipuja

পুজোর ভোগে দেশবিদেশের ৪০১ পদ! ছবিতে দেখুন বাগবাজারের এই বিখ্যাত কালীপুজো

পুজোবাড়িতে বিয়েবাড়ির মতো আয়োজন।

মা কালীর আরাধনা বাগবাজার হাউসিং অ্যাসোসিয়েশনের রায়চৌধুরী পরিবারে, আয়োজন এলাহি।

পৌষের কালীপুজোয় বাড়ি সাজল ফুলের আলপনায়। তবে পুজোর আকর্ষণ কিন্তু অন্যত্র।

মায়ের ভোগে অজস্র ধরনের অন্ন - সাদাভাত, ঘি-ভাত, কর্ণ পোলাও, এঁচোড় বিরিয়ানি, রাজমা বিরিয়ানি, কী নেই!

সঙ্গে জিরা পনির, যোধপুরি পনির, কদুকা খাট্টা, ছাতুরাই মাশরুম,হরা বরা কাবাব, বেগুন কা সালাম, ছানার রসার মতো লোভনীয় পদ।

বিয়েবাড়ির মতো এলাহি আয়োজনে নিমন্ত্রিত ৭০০! আমন্ত্রণপত্রই মেনুকার্ড।

মিষ্টির তালিকাও দীর্ঘ - বুন্দি রায়তা, রাঙা আলুর চাটনি, কপি পাতার চাটনি, বেলের মোরব্বা, তিলের নাড়ু, বাঁধাকপির পায়েস, মনোহরা।