Advertisement
Advertisement
Swastika and Monami

কখনও যোদ্ধা, কখনও শকুন্তলা, AI এফেক্টের সৌজন্যে নানা অবতারে স্বস্তিকা-মনামী

সময়ের ধারায় আরও সুন্দরী টলিপাড়ার দুই নায়িকা।

নতুন বছরে নতুন প্রযুক্তিতে মজেছেন নায়িকারা। ট্রেন্ডিংয়ের স্রোতে গা ভাসিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের উপর ভর করে অভিনেত্রী পৌঁছে গেলেন প্যারালাল ইউনিভার্সে।

ছবিতে কখনও শাড়ি পরেছেন, আবার কখনও যোদ্ধার বেশে দেখা গিয়েছে স্বস্তিকাকে। অভিনেত্রীর ছবিগুলি তৈরি করছেন ঋজু রায়।

পয়লা বৈশাখে আবার এমন ছবি আপলোড করেছিলেন মনামী ঘোষ।

AI এফেক্টের জোরে শকুন্তলা হিসেবেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।

লাল শাড়িতেও বেশ মোহময়ী মেজাজে দেখে গিয়েছে টলিপাড়ার বিউটিকে।