Advertisement
Advertisement
Monami Ghosh

ক্রিসমাসে মনামীর রেড অ্যালার্ট! ছবিতেই উৎসবের মেজাজ

একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

সারা কলকাতা জুড়ে আলোর রোশনাই। ক্রিসমাস ইভ বলে কথা! সেলিব্রেশনের মুডে বাঙালি। তাইতো সোশাল মিডিয়ায় রীতিমতো 'রেড অ্যালার্ট' দিলেন মনামী ঘোষ।

উৎসবে রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন মনামী। তাই তো অভিনেত্রীর শরীরে জড়িয়ে রয়েছে লাল টুকটুকে স্কার্ট আর ফুল স্লিভ টপ।

'বড়দিন তো লাল রঙের পোশাক পরার বাহানা', ক্যাপশনে একথা লিখেই ছবিগুলো শেয়ার করেছেন মনামী। ছবি তোলা হয়েছে মুম্বইয়ে।

আচমকা মনামীর এই মুম্বই সফর? তাহলে কি আরব সাগরের তীরে কোনও স্বপ্ন পূরণ হতে চলেছে? এই প্রশ্নের উত্তর অভিনেত্রীই দিতে পারবেন।

একবার জন্মদিন সংক্রান্ত এক সাক্ষাৎকার দিতে গিয়ে মনামী জানান, কেরিয়ারের শুরুতে মুম্বইয়ের ডাক ফিরিয়েছিলেন তিনি। সেই আফসোস নায়িকার আজও আছে।

২০২৪ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' সিনেমায় অভিনয় করেছেন মনামী। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা গিয়েছে নায়িকাকে। ছবি: ফেসবুক।