প্রতিবারের মতো এবারও কালীপুজো জমজমাট মৈনাক ক্লাবে। তবে অন্যান্য বারের চেয়েও এই বছরটি একটু স্পেশাল। কারণ এবার তাদের সুবর্ণজয়ন্তি বর্ষ।
দক্ষিণ কলকাতার জনপ্রিয় এই পুজোকে এবারও সাজিয়েছেন শিল্পী দীপাঞ্জন দে। এবার প্রতিবাদের মধ্য়ে দিয়ে এক নারীর দেবী হয়ে ওঠার কাহিনি তুলে ধরেছেন শিল্পী।
এই নিয়ে পঞ্চমবার মৈনাক ক্লাবের সঙ্গে জুড়েছে শিল্পীর নাম। সুবর্ণজয়ন্তি বর্ষে দায়িত্বও বেশি। শিল্পী জানাচ্ছেন, এবার তাঁর ভাবনায় নারীর প্রতিবাদী রূপ। রামায়ণের সীতা হোক কিংবা পুরাণের সতী, প্রত্যেকের দেবী হয়ে ওঠার নেপথ্যেই ছিল প্রতিবাদের ভাষা।
প্রীতিলতা ওয়াদ্দেদরের মতো বীরাঙ্গনার জন্মও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে। সেই প্রতিবাদের ভাষাই এক ষজ্ঞ কুণ্ডে আত্মআহুতির মধ্যে দিয়ে হয়েছে। আর সেখানেই দেবীকে প্রতিষ্ঠা করেছেন শিল্পী।
এবারের থিমের বিশেষ চমক হল লাইভ পারফরম্যান্স।মৈনাক ক্ষেত্রে দাঁড়িয়ে কালীদের যাত্রাপথটা পারফর্ম করে দেখাবেন খোদ এক নারী।
দর্শকদের উদ্দেশে শিল্পী বলছেন, এই যাত্রাপথ এবং প্রতিবাদের ভাষাকে আপনিও যদি সমর্থন করেন, তবে একটি গোলাপ ফুল এই মাটিতে রোপণ করুন। দেবী হয়ে ওঠার যে সংগ্রাম, তার পাশে দাঁড়ান।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.