Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

ডার্বির আগে টিকিটের হাহাকার, ইস্ট-মোহন ক্লাবের বাইরে লম্বা লাইন ভক্তদের, তীব্র যানজট

২৮ আগস্টের ডার্বি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

করোনা কালের পর ফের যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ২৮ আগস্টের ডার্বি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

প্রথম দফায় টিকিট বিক্রি শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গিয়েছিল। তাই আরও একবার টিকিট কাটার সুযোগ করে দেয় ডুরান্ড কাপের আয়োজনকরা।

অনলাইনে কিট কাটলেও তা সংগ্রহের জন্য ক্লাবে পৌঁছে গিয়েছিলেন ফুটবল সমর্থকরা।

তবে আরও বেশি লম্বা লাইন পড়ে টিকিটের জন্য। ডুরান্ডের বড় ম্যাচ দেখতে যুবভারতীতে যেতে আগ্রহী ফুটবলপ্রেমীরা। কিন্তু টিকিটের হাহাকার।

ঘণ্টার পর ঘণ্টা ক্লাবের গেটের বাইরে দাঁড়িয়ে থেকেও অনেককে ফিরতে হল খালি হাতেই। টিকিট যে সব শেষ।

লাল-হলুদ ও সবুজ-মেরুন ভক্তদের ভিড়ে দীর্ঘক্ষণ যানজটও তৈরি হয় ইডেন গার্ডেন্সের সামনের রাস্তায়। তবে পুলিশ ভিড় নিয়ন্ত্রণে আনে। কিন্তু অনেকের আক্ষেপ একটাই, মাঠে গিয়ে আর ম্যাচ দেখার ইচ্ছেপূরণ হবে না।