Advertisement
Advertisement

Breaking News

Mother's Day

সাফল্যের নেপথ্য কারিগর… মাতৃদিবসে স্নেহের পরশে আপ্লুত মোহনবাগান তারকা

ছবিতে-ছবিতে চিনে নিন সবুজ-মেরুন তারকার পরিবারকে।

মাতৃদিবসের দিন সোশাল মিডিয়ায় মায়ের সঙ্গে ফুটবলারদের ছবি তুলে ধরল সবুজ-মেরুন। ভক্তদের নয়নের মণি দিমিত্রি পেত্রাতোস। লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ছিল অস্ট্রেলিয়ান ফুটবলারের জাদু। মাতৃদিবসের ছবিতে মায়ের স্নেহস্পর্শে ধরা পড়লেন দিমি।

মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে দাপিয়ে খেলেছেন মাঠজুড়ে। বাগান রক্ষণের অন্যতম স্তম্ভ তিনি। মাতৃদিবসে রইল তাঁর সাফল্যের প্রধান স্তম্ভের ছবি।

মোহনবাগানের আক্রমণে ফুল ফোটান মনবীর সিং। তাঁর জীবন যিনি গাছের ছায়ায় ঢেকে রাখেন, সেই মায়ের সঙ্গে ধরা দিলেন তিনি। যে মাঠে লিগ-শিল্ড জিতেছেন, সেই যুবভারতীকে পিছনে রেখেই রইল মায়ের সঙ্গে তাঁর ছবি।

দূরপাল্লার শটে তিনি ছিঁড়ে দেন বিপক্ষের গোল। লিগ-শিল্ড জয়ের ম্যাচে প্রথম গোল এসেছিল লিস্টন কোলাসোর পা থেকেই। মাতৃদিবসে মায়ের সঙ্গে রইল গোয়ার ফরওয়ার্ডের ছবিও।

আগ্রাসী মেজাজে মোহনবাগানের মাঝমাঠ সামলান দীপক টাংরি। কিন্তু মা-বাবার পাশে বেশ হাসিখুশি মেজাজেই ধরা দিলেন তিনি।

দীর্ঘদিন ধরেই সবুজ-মেরুনের সঙ্গী সুমিত রাঠি। সুযোগ পেলেই ভরসা দেন বাগান রক্ষণকে। গত মরশুমে লিগজয়ী দলেও ছিলেন তিনি। মায়ের হাতে মেডেল দিয়ে তোলা ছবিই রইল মাতৃদিবসে।

মোহনবাগানের অন্যতম প্রতিশ্রুতিমান স্ট্রাইকার সুহেল ভাট। মায়ের সঙ্গে জম্মু কাশ্মীরের ফুটবলারের ছবিও পোস্ট করা হয় সোশাল মিডিয়ায়।