একটা সময় প্লে-অফে ওঠা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। সেখান থেকে আইএসএল জয়। কঠিন লড়াইয়ে জিতে মোহনবাগানের ফুটবলাররা যেন অবাধ্য ছেলে।
কাঙ্ক্ষিত ট্রফি হাতে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল। ট্রফি তুলে দিলেন AIFF সভাপতি কল্যাণ চৌবে।
জয়ের মুহূর্ত। পেনাল্টি থেকে জয় নিশ্চিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন সবুজ-মেরুন ফুটবলাররা।
রাতভর চলল ট্রফিজয়ের সেলিব্রেশন। ড্রেসিং রুমে নাচানাচি, দেদার পার্টি।
খেলা শেষের বহুক্ষণ পরেও মাঠজুড়ে সেলিব্রেশন মোহনবাগান সাপোর্ট স্টাফদের। নাচানাচি, খেলাধুলো আর সেই সঙ্গে ফটো সেশন।
আইএসএল জয়ের পাশাপাশি 'এটিকে' সরানোর ঘোষণা। এদিন যেন দ্বিগুণ খুশি মোহনবাগানের ভারতীয় ব্রিগেড।
আজই শহরে ফিরছেন আইএসএল চ্যাম্পিয়নরা। দুপুর ১২ টা ৪০ নাগাদ দমদম বিমানবন্দরে ট্রফি নিয়ে নামার কথা প্রীতমদের। স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন সমর্থকরা।
বিমানবন্দর থেকে মিছিল করে ট্রফি ক্লাব তাঁবুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বাগান সমর্থকরা। তবে ক্লান্ত ফুটবলারদের আজ মাঠে টেনে নিয়ে যাওয়ার পক্ষে নন কর্তারা।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.