নতুন মরশুম শুরু হতে এখনও অনেকটা দেরি। তার আগে ছুটির মেজাজে মোহনবাগান তারকা শুভাশিস বসু। স্ত্রী কস্তুরী ছেত্রীর সঙ্গে পাড়ি দিলেন ইস্তানবুল। ঠোঁটে ঠোঁট রেখে জমিয়ে দিলেন রোমান্টিক সফর।
গতবারের আইএসএল লিগ-শিল্ড জয়ী অধিনায়ক শুভাশিস। মাঠে উৎসাহ জোগাতে হাজির থাকেন কস্তুরী। দুজনের প্রেমকাহিনি জনপ্রিয় ফুটবল ভক্তদের কাছে।
২০২১-এ কস্তুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শুভাশিস। ইনস্টাগ্রামে তাঁদের একসঙ্গে অসংখ্য ছবি রয়েছে। পাহাড়ের কোলে হোক বা সমুদ্রের ধারে, ঠোঁটে ঠোঁট রেখেছেন দুজনে। এবার তার সাক্ষী থাকল ইস্তানবুল।
তুর্কির প্রতিটি অলিগলিতে ছড়িয়ে রয়েছে গল্প। সেই সৌন্দর্যে মুগ্ধ শুভাশিস আর কস্তুরী। ঐতিহাসিক বিভিন্ন নিদর্শনের সামনে দাঁড়িয়ে ছবি দিলেন দুজনে।
সোশাল মিডিয়ায় ইস্তানবুলের মনোরম সৌন্দর্যকে পিছনে রেখে ছবি দিলেন কস্তুরী। যাকে বলে 'পিকচার পারফেক্ট'।
সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় শুভাশিসের স্ত্রী। ইনস্টাগ্রামে দেড় লক্ষের বেশি ফলোয়ার তাঁর। কস্তুরীর স্টাইল স্টেটমেন্ট মাত দিতে পারে বড় বড় মডেলকেও।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.