Advertisement
Advertisement
Mohun Bagan

নতুন বছরে হায়দরাবাদি বিরিয়ানি রাঁধল মোহনবাগান! রইল রঙিন গ্যালারির ঝলক

নিজামের শহরের দলকে বৃহস্পতিবার উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড।

বছরের প্রথম ম্যাচে হায়দরাবাদকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিল মোহনবাগান। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও আরও পোক্ত করে ফেলল। ‘পারফেক্ট নিউ ইয়ার গিফট’ও পেলেন সবুজ-মেরুন ভক্তরা। জয়ের খুশিতে ঝলমলিয়ে উঠল গ্যালারিও।

প্রিয় দলের দেখতে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন সবুজ-মেরুন ভক্তকুল। নানা রঙের টিফোয় যুবভারতী সাজিয়ে তুলেছিলেন তাঁরা। যার মধ্যে নজর কাড়ল এটি। 'গল্প হলেও সত্যি' ছবির অনুষঙ্গে হায়দরাবাদকে খোঁচা দেওয়া হয়েছে এতে।।

৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৪১ মিনিট ও ৫১ মিনিটে আসে পরের দুটো গোল। আর সেই সাফল্যের আলোয় গ্যালারি জুড়ে দেখা গেল সবুজ-মেরুন উচ্ছ্বাস।

সুপারহিরোর বেশে আলবার্তো রদ্রিগেজ! মোহন-সমর্থকদের বক্তব্য, আমাদের মনের স্টার, প্রতিপক্ষের জন্য মনস্টার। এদিন গোল না পেলেও রক্ষণকে অক্ষত রাখলেন সবুজ-মেরুন ডিফেন্ডার।

জাতীয় ক্লাবের কিংবদন্তি খেলোয়াড়দের স্মরণ। বর্তমানের সাফল্যকে উদযাপন করতে গিয়েও অতীতকে ভোলেননি সমর্থকরা। নতুন বছরের প্রথম ম্যাচের দিনে এভাবেই মিলেমিশে গেল কয়েক দশকের সাফল্যের খতিয়ান।