Advertisement
Advertisement
Mohun Bagan

লিগ শিল্ড জিতে ইতিহাস মোহনবাগানের, যুবভারতীতে উৎসব, দেখুন ছবি

ইতিহাস তৈরি করল মোহনবাগান। বাংলার প্রথম ক্লাব হিসেবে লিগ শিল্ড জিতল সবুজ-মেরুন। উচ্ছ্বসিত সবুজ-মেরুন ফুটবলাররা। উৎসবের আমেজে মাতলেন ফুটবলার থেকে ভক্তরা।

১০

প্রথম বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান। সোমবার যুবভারতীতে মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে পরাস্ত করে সবুজ-মেরুন। ম্যাচে জয়ের পরে শুরু হয় উৎসব।

১০

লিগ শিল্ড ট্রফি হাতে মোহনবাগানের প্রাণভোমরা আন্তোনিও লোপেজ হাবাস।

১০

উচ্ছ্বসিত মোহনবাগান অধিনায়ক শুভাশিস। স্বপ্নপূরণ হল যুবভারতীতে।

১০

মোহনবাগানের জয় আর বীরু। গ্যালারিতে দেখা গেল কামিন্স আর সাদিকুর বিশাল কাট আউট। সেখানে লেখা শোলে। উচ্ছ্বসিত কামিন্স আর সাদিকু।

১০

পরিবর্ত হিসেবে নেমে মোহনবাগানের দ্বিতীয় গোলটি করেন কামিন্স। ট্রফি হাতে অজি তারকা।

১০

সবুজ-মেরুন গোলকিপার বিশাল কাইথের শূন্যে লাফ। সতীর্থ হেক্টরের সঙ্গে জয় উদযাপনে মগ্ন বিশাল।

১০

সবুজ-মেরুন গ্যালারিতে আবেগের বিস্ফোরণ। প্রিয় দলের জয় হাজার ওয়াটের আলো এনেছে ভক্ত-অনুরাগীদের মুখে।

১০

ডাগ আউটে হাবাস। উড়ছে মোহনবাগান পতাকা।

১০

মুম্বই বধের পরে লিস্টন কোলাসো। শরীরের দোলায় মুম্বইয়ের ডিফেন্ডার মেহতাব সিংকে টলিয়ে দিয়ে প্রথম গোলটি করেন লিস্টন। শুরুতে তাঁর হেড মুম্বইয়ের পোস্টে লেগে ফিরে আসে।

১০ ১০

ম্যাজিশিয়ান হাবাস। দেখাচ্ছেন ভি ফর ভিকট্রি। তিনিই মোহনবাগানের জয়ের রূপকার।