পর পর দুবার লিগ শিল্ড জয় মোহনবাগানের। যুবভারতীতে ওড়িশাকে হারিয়ে খেতাব জিতল সবুজ-মেরুন শিবির।
রবিবার যুবভারতীতে ১-০ গোলে জিতল সবুজ-মেরুন শিবির। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করলে দিমিত্রি পেত্রাতোস।
জয়ের ফলে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে গোয়ার ধরাছোঁয়ার বাইরে চলে গেল মোহনবাগান। বাকি সবকটা ম্যাচ জিতলেও মোহনবাগানকে ছুঁতে পারবে না গোয়া।
দিমির গোলের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা যুবভারতী। ক্লাব-কর্তা থেকে সমর্থক, আনন্দে বাঁধনহারা সকলেই।
প্রায় ষাট হাজার দর্শকের বিজয়োল্লাসে মুখরিত যুবভারতী। গ্যালারিজুড়ে উড়ল সবুজ-মেরুন আবীর।
এমনিতে নির্লিপ্ত হলেও লিগ জয়ের পর উচ্ছ্বাস চেপে রাখলেন না কোচ হোসে মোলিনাও। সমর্থক ও ফুটবলারদের মতো সেলিব্রেশনে মাতলেন তিনিও।
এদিনের জয় আগামী মরশুমের জন্যও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার ছাড়পত্র দিল মোহনবাগানকে। এবার ক্লাবের নজর লিগ শিল্ডে।
সমর্থকদের পাশাপাশি এদিন ম্যাচ দেখতে গিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কাও। এবার লক্ষ্য আন্তর্জাতিক স্তরের সাফল্য, বলছেন তিনি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.