Advertisement
Advertisement

Breaking News

RG Kar

‘অভয়া’র বিচার চেয়ে হাতে হাত মোহনবাগান-ইস্টবেঙ্গলের, জ্বলছে প্রতিবাদের মশাল

সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় মোহনবাগান ও ইস্টবেঙ্গলের তরফে।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে আবার একজোট বাঁধলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা। সুবিচারের দাবিতে বিশাল মিছিলে হাঁটলেন হাজার হাজার সমর্থকরা। ছবি-অমিত মৌলিক।

রবিবার বিকেলে সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় মোহনবাগান ও ইস্টবেঙ্গলের তরফে। ছবি-অমিত মৌলিক।

সুবিচারের দাবিতে কারও হাতে পোস্টার, কারও হাতে মশাল। বরাবরের দ্বন্দ্ব ভুলে হাতে হাত রেখে মিছিলে দুই দলের সমর্খকরা। ছবি-অমিত মৌলিক।

শুধু ফুটবল প্রেমীরাই নন। আর জি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার দুপুর থেকে দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ পথে নেমে আন্দোলনে শামিল হয়েছেন। কোথাও মানববন্ধন, আবার কোথাও মিছিলে অংশ নিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। ছবি-অমিত মৌলিক।

উল্লেখ্য, এর আগে ডার্বি বাতিলের পর জোট বাঁধতে দেখা গিয়েছিলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের। সেই মিছিলে প্রবল উত্তেজনাও হয়েছিল। এবার ফের একসঙ্গে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ছবি-অমিত মৌলিক।