Advertisement
Advertisement
Narendra Modi G-7 Summit

ম্যাক্রোঁর সঙ্গে ‘চায়ে পে চর্চা’, ট্রুডোর সঙ্গে ‘খুনসুটি’, G-7’এ অন্য রূপে মোদি

এবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছলেন প্রধানমন্ত্রী।

একই ফ্রেমে জি-৭'এর সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অতিথি দেশের প্রধানরা। রয়েছেন নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ অন্যান্য নেতারা।

২০২২ সালের জি-৭ বৈঠকের আয়োজক দেশ জার্মানি। সেদেশের চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে সৌজন্য বিনিময় মোদির।

জি-৭'এর একমাত্র এশীয় দেশ জাপান। সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা মোদির।

ছবি তোলার ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মোদি। হাসিমুখে একে অপরের হাত ধরলেন দুই রাষ্ট্রপ্রধান।

উষ্ণ অভিনন্দন জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জড়িয়ে ধরলেন বন্ধু মোদিকে।

মোদি দেখা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও। হাসিমুখে করমর্দন দুই নেতার।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে 'চায়ে পে চর্চায়' মোদি।

জি-৭ ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ইউনাইটেড কিংডম। সেদেশের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ছবি তুললেন মোদি।

জি-৭'এর আরেক সদস্য ইটালি। সেদেশের প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে সৌজন্য সাক্ষাত মোদির।