Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

মিমির মতোই হোক পুজোর সাজ, লাগুক ‘উরা ধুরা’

অষ্টমীর রাতে এই সাজ আপনার হতেই পারে।

'তুফান' সিনেমার সৌজন্যে নয়া খেতাব পেয়েছেন মিমি চক্রবর্তী। দুই বাংলার দর্শকদের কাছে তিনি এখন 'দুষ্টু কোকিল'। সেই মেজাজেই যেন ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।

কপার সিল্ক রয়েছে মিমির পরনে। তাকে কম্প্লিমেন্ট করছে ডিপ মেরুন রঙের স্লিভলেস ব্লাউজ। অষ্টমীর রাতে এই সাজ আপনার হতেই পারে।

নিজের এই পোশাকের সঙ্গে ম্যাচিং টেম্পল জুয়েলারি পরেছেন মিমি। সঙ্গে ছোট্ট একটা টিপ। আর তাতেই যেন অনুরাগীদের মনে 'উরা ধুরা' লাগিয়ে দিয়েছেন নায়িকা।

'তুফান' মুক্তির পর থেকে মিমির আর কোনও নতুন সিনেমার খবর আপাতত নেই। তবে পুজোর আগে চুটিয়ে ফটোশুট করছেন অভিনেত্রী।

নিজের ফটোশুটের ছবি সোশাল মিডিয়াতেও শেয়ার করছেন মিমি। আর তা দেখে মুগ্ধ নায়িকার অনুরাগীরা। কমেন্ট বক্সে অনেকেই মিমিকে ভালোবাসার ইমোজি দিয়েছেন। একজন লিখেছেন 'প্রিটি উওম্যান'। ছবি: ইনস্টাগ্রাম।