কাজের অবসরে ঘুরতে বেশ ভালোবাসেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সুযোগ পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন মাঝেমধ্যে।
এবার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গিয়েছেন তারকা সাংসদ। ডেস্টিনেশনের নাম ফাঁস না করলেও ঘনিষ্ঠসূত্রে খবর, তিনি সম্ভবত আন্দামান ট্যুরে গিয়েছেন।
সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করলেন মিমি চক্রবর্তী। সমুদ্র সৈকতেও ফ্যাশনিস্তা অবতারে ধরা দিলেন স্বল্পবসনা অভিনেত্রী।
কখনও নিয়ন গ্রিন সুইমস্যুটে আবার কখনও বা বিকিনির সঙ্গে পেয়ার আপ করেছেন ওয়ান শোল্ডার স্রাগস। সেই ছবি দেখেই শোরগোল সোশাল মিডিয়ায়।
সঙ্গে রয়েছেন এক টলিউড অভিনেতাও। তিনি অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। দুই তারকার বন্ধুত্ব দীর্ঘ দিনের।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.