Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

মায়াবিনী মিমি, ছবি দেখেই অনুরাগীদের মন ‘উরা ধুরা’

একাধিক ছবি শেয়ার করেছেন মিমি।

আলো-আঁধারির মায়া। তাতেই মায়াবিনী মিমি চক্রবর্তী। শীতের শহরে ক্যামেরার সামনে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন টলিউডের 'দুষ্টু কোকিল।'

'তুফান' ছবিতে বাংলাদেশি নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিমি। সেই থেকেই নায়িকার এই 'দুষ্টু কোকিল' খেতাব। ছবি দেখেই অনুরাগীদের মন 'উরা ধুরা।'

জলপাইগুড়ির মেয়ে মিমি। 'পড়াশোনা করতে যাচ্ছি কলকাতায়', একথা বলেই শহরে আসা। তবে নিয়তি তাঁর ছিল গ্ল্যামার দুনিয়ায়।

মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। তারপর ছোটপর্দায় শুরু হয় ‘গানের ওপারে’ অধ্যায়। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু করেন মিমি।

'বোঝেনা সে বোঝেনা', 'প্রলয়' থেকে 'রক্তবীজ', 'আলাপ', একের পর এক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন মিমি।

আগামীতে মিমিকে দেখা যাবে হইচই স্পেশাল সিরিজ 'ডাইনি'তে। নির্ঝর মিত্রর পরিচালনায় তৈরি এই ছবিতে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন প্রাক্তন সাংসদ। এমনটাই শোনা গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।