বাদলা দিনে 'দুষ্টু কোকিল' মেজাজে ম্যাজিক্যাল মিমি চক্রবর্তী। অফশোল্ডার থাইস্লিট ড্রেসে সোশাল মিডিয়ায় যেন আগুন ঝরালেন অভিনেত্রী।
জলপাইগুড়ির মেয়ে মিমি। পড়াশোনা করবেন বলেই কলকাতায় এসেছিলেন। কিন্তু চোখে তাঁর ছিল গ্ল্যামার দুনিয়ার স্বপ্ন। পড়ার ফাঁকেই নাকি দিতেন অডিশন।
মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। তার পর ছোটপর্দায় শুরু হয় ‘গানের ওপারে’ অধ্যায়। সিরিয়ালে নজর কাড়েন মিমি।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু করেন মিমি। এর পর আর পিছনে ফিরে তাকাননি টলিউডের অভিনেত্রী।
'বোঝেনা সে বোঝেনা', 'প্রলয়' থেকে 'রক্তবীজ', 'আলাপ', 'তুফান' একের পর এক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন মিমি।
তৃণমূলের হয়ে ভোটে জিতে যাদবপুরের সাংসদও হয়েছিলেন মিমি। তবে গত লোকসভা নির্বাচনে আর ভোটে দাঁড়াননি। আপাতত সিনেমাতেই মন দিতে চান নায়িকা। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.