ফ্য়াশন দুরস্ত মানুষরা তাকিয়ে থাকেন মেট গালার দিকে। নিউ ইয়র্কের ঝলমলে এই ফ্য়াশন অনুষ্ঠানে হাজির হন দেশ-বিদেশের তারকারা।
এবার সেই মেট গালাতেই সাদা পোশাকে নজর কাড়লেন আলিয়া ভাট। ২০২৩-এর মেট গালায় প্রথম বার ডাক পেলেন বলি অভিনেত্রী আলিয়া ভাট।
শুধু আলিয়া নয়। এবারের মেট গালাতে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিক জোনাসও।
এবারের মেট গালাতে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে জার্মানের প্রয়াত ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফিল্ডকে। কালো গাউনে নজর কাড়লেন ইশা আম্বানি।
লাল রঙের গাউনে চমক দিয়েছেন সালমা হায়াকও।
মেট গালায় হাজির ছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পেনেলোপ ক্রুজ। সাদা পোশাকে নজর কেড়েছেন তিনি। মাথায় ঘোমটা, ইভনিং গাউনে পেনেলোপ তাক লাগিয়েছেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.