ব্যাটে-বলের জোরে মাঠে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। এদিকে লাস্যের উষ্ণ জোয়ারে সোশাল মিডিয়ার তাপমাত্রা বাড়াচ্ছেন তাঁর স্ত্রী জ্যাসিম লোরা।
আমেরিকায় জন্ম জ্যাসিমের। মিয়ামির মতো জায়গায় তাঁর বড় হওয়া। শরীর নিয়ে কোনওদিনই ছুঁৎমার্গ ছিল না জ্যাসিমের। সৈকতে গেলে বিকিনিই তাঁর পছন্দ।
মডেলিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন লোরা। এর পাশাপাশি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তিনি। নিজের জীবনের নানা খুঁটিনাটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।
প্রথমে বন্ধুত্ব, তার পর প্রেম। ২০১৬ সালে বিয়ে সারেন আন্দ্রে রাসেল ও জ্যাসিম লোরা। দুজনের মিষ্টি এক মেয়ে রয়েছে। বিয়ের আগে নাকি লিভইন সম্পর্কে ছিলেন জ্যাসিম-রাসেল।
রাসেলের জন্য ক্রিকেট মাঠেও একাধিকবার গিয়েছেন জ্যাসিম। গ্যালারিতে বসে স্বামীকে উৎসাহও দিয়েছেন। শাহরুখের সঙ্গেও নাকি খুব ভালো সম্পর্ক জ্যাসিমের।
ইনস্টাগ্রামে সাড়ে তিন লক্ষের বেশি ফলোয়ার রয়েছে জ্যাসিমের। ভারতেও তাঁর প্রচুর অনুরাগী রয়েছে। ফ্যানেদের জন্য নিয়মিত ছবি পোস্ট করেন রাসেলপত্নী। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.