Advertisement
Advertisement

Breaking News

তিস্তায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৮০ কেজির বাঘা আড়, দাম উঠল ৪০ হাজার

জামাইষষ্ঠীর ভরা বাজারে বিশালাকার মাছটি বিক্রি হতে বেশি সময় লাগেনি।

তিস্তায় খোঁজ মিলল 'জলদৈত্য'র। মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৮০ কেজি ওজনের বাঘা আড়।

বাঘা আড় আদতে বোয়াল গোত্র্রের মাছ। যার বিজ্ঞানসম্মত নাম Wallago attu।

শুক্রবার রাতে তিস্তায় মাছ ধরতে গিয়েছিলেন ময়নাগুড়ির দোমোহনির বাসিন্দা বসু দাস ও ভীম দাস। ভোররাতে জালে আটকে পড়ে বিশালাকৃতির বাঘা আড় মাছটি।

দু'জনে মিলে মাছটিকে তোলা সম্ভব হয়নি। তাই নদীর উপর রেলব্রিজের পিলারের সঙ্গে জাল বেঁধে রেখে লোক ডাকতে গ্রামে ফিরে যান মৎস্যজীবীরা। শনিবার সকালে লোকজন নিয়ে গিয়ে প্রায় দু'ঘন্টার চেষ্টায় বাঘা আড় মাছটিকে তোলা হয়।

ময়নাগুড়ি পাইকারি বাজারে নিলামে ওঠে বাঘা আড় মাছটি। প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি হয় মাছটি।