ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় রাজ্যজুড়ে বৃষ্টি হচ্ছে। কলকাতা থেকে কালনার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এল সেই ছবি।
টানা বর্ষণে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের ভাতারে। ভাতার বাজার-সহ সংলগ্ন এলাকা প্লাবিত। বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের উপর দিয়ে তীব্র জলের স্রোত। ভাতার বাজারের বেশকয়েকটি পাড়ায় মানুষ গৃহবন্দি।
জল যন্ত্রণা! দুর্গাপুরে প্রবল বৃষ্টিতে জল ঢুকেছে বাড়িতে। অসহায় অবস্থা একাধিক পরিবারের।
ঘর যেন পুকুর! জল বার করতে ব্যস্ত গৃকর্তারা।
রাস্তা পরিণত হয়েছে নদীতে। জলে ডুবে গিয়েছে একাধিক গাড়ি। ডুবেছে বুলডোজারও।
জলের তলায় অন্ডাল বিমানবন্দর।
মেমারিতে আমন ধানরোয়া জমি জলের তলায়। মেমারির তালপাতা, সুলতানপুর, তাতারপুর-সহ একাধিক এলাকার চাষের জমি জলের তলায়।
মেমারি পুরসভার ৩ নং ওয়ার্ড প্রাইমারি স্কুল যাওয়ার রাস্তা জলে ডুবে আছে।
প্রবল বর্ষণে দুর্গাপুরে ভেঙে পড়ল মাটির বাড়ির। গুরুতর আহত ২।
হুগলি জেলার বাঁশবেড়িয়া পুরসভা বিস্তীর্ণ ওয়ার্ড জলমগ্ন। বেশ কিছু ওয়ার্ডে বৃষ্টির জল জমে যায় সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষের।
বর্ধমান -১ ব্লকে প্লাবিত এলাকায় দুর্গতদের শুকনো খাবার বিলি করা হচ্ছে প্রশাসনের তরফে।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.