গত তিনদিন ধরে ফের প্রস্তাবিত জাতীয় সরোবর পুরুলিয়ার সাহেব বাঁধের বিভিন্ন জায়গা থেকে ভেসে উঠছে শয়ে শয়ে মরা মাছ। মরা মাছের সঙ্গে দুর্গন্ধে বিপাকে প্রাতঃভ্রমণকারী।
২০২০ সালে এরকম ঘটনা ঘটেছিল। সেই সময় সাহেব বাঁধের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। মিলেছিল রাসায়নিক। তা সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি।
বছর দুয়েক আগেও পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চ এই জলাশয় থেকে জলের নমুনা সংগ্রহ করে। বুধবারও তারা নমুনা সংগ্রহ করে। পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক তথা চিকিৎসক নয়ন মুখোপাধ্যায় বলেন, "জলের নমুনা আমরা একাধিক জায়গায় পরীক্ষায় পাঠাব। আপাতত ঠিক করেছি জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নমুনা পাঠিয়ে পরীক্ষা করাব।"
একাধিকবার পরীক্ষায় জীবাণুযুক্ত জল মেলে। সে কারণেই কি মাছ মরছে, উঠছে প্রশ্ন। এই বিষয়টিকে একেবারেই হালকাভাবে দেখছে না পুরসভা l
শহরের বিভিন্ন এলাকার হাইড্রেনের নোংরা জল জলাশয়ে পরিশোধিত হয়ে ঢোকার ব্যবস্থা কার্যকর হয়নি l ফলে জলাশয়ে নোংরা জল ঢুকছে l
দু'বছরের মধ্যে এই জলাশয়ে দু'বার মরা মাছ ভেসে ওঠায় সৌন্দর্যায়ন প্রকল্পে পরিশোধন ব্যবস্থা কার্যকর না হওয়া নিয়ে প্রশ্ন উঠছে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.