Advertisement
Advertisement

দিদির সারাদিন…, শপথগ্রহণ থেকে হাসপাতাল পরিদর্শন, দেখুন মুখ্যমন্ত্রীর সফরনামা

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েই কোভিড মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করলেন।

ঘড়ির কাঁটায় সকাল ১০টা ৪৫ মিনিট। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

কোভিডবিধি মেনে আড়ম্বরহীনভাবেই হল শপথগ্রহণ অনুষ্ঠান। হাজির ছিলেন দলের বর্ষীয়ান নেতা, স্বাস্থ্যসচিব-সহ অন্য অতিথিরা।

শপথবাক্যের মুদ্রণে সই করার আগে চোখ বুলিয়ে নিলেন মুখ্যমন্ত্রী।

মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে কথা বললেন রাজ্যপাল।

নেতা-নেত্রী, প্রার্থীদের পর বঙ্গভোটের সবচেয়ে চর্চিত নাম প্রশান্ত কিশোর। তৃণমূলের ভোটকুশলীর সঙ্গে সৌজন্য বিনিময় জগদীপ ধনকড়ের।

নবান্নে গার্ড অফ অনারে সম্মানিত করা হল রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেই কোভিড মোকাবিলার কাজ শুরু করে দিলেন মমতা। সংক্রমণ ঠেকাতে বিশেষ বৈঠক করে তিনি।

ক্লান্তি নেই। এদিনই হাসপাতাল পরিদর্শনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। শম্ভুনাথ পণ্ডিত ও পুলিশ হাসপাতালের কাজ খতিয়ে দেখেন জননেত্রী।

করোনা মোকাবিলায় যাতে কোনও ত্রুটি না থাকে, তার জন্য অভিভাবকের মতোই পরামর্শ দিয়ে গেলেন চিকিৎসক, কর্মীদের।