‘কংগ্রেস আপস করে, আমরা করি না। ওদের উপর ভরসা করা যায় না।' কালীপুজোর উদ্বোধনে উপস্থিত হয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এমনকী এও স্পষ্ট করে দেন, কোথাও বিরোধিতা আর কোথাও সমঝোতার রাস্তায় হাঁটলে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে না তৃণমূল।
জাতীয় স্তরে বিজেপির বিরোধী আন্দোলনে কংগ্রেসের উপর ভরসা করা যাবে না বলেই মত মমতার। সোমবার জানবাজারের কালীপুজোর উদ্বোধনে গিয়ে একক লড়াইয়ের পথে হাঁটার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
কংগ্রেসের বর্তমান অবস্থানকে একহাত নিয়ে মমতা বলেন, "শান্তি ও সম্প্রীতির পথে চলতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে কংগ্রেস ছেড়েছিলাম। গ্যাসের দাম রোজ বাড়াচ্ছিল ইউপিএ সরকার। তাই সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলাম। কংগ্রেস আপস করে, আমরা না। আমাদের মৃত্যু হবে, তবু বিজেপিকে শক্তিশালী হতে দেব না।’’
বিজেপির বিরুদ্ধেও সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, "যারা গ্যাস-পেট্রলের দাম বাড়ায় তাদের পাশে থাকা যাবে না। ত্রিপুরায় গেলেই মাথা ফাটিয়ে দিচ্ছে। উত্তরপ্রদেশে কাউকে ঢুকতে দেওয়া হয় না। গোয়ায় আমাকে কালো পতাকা দেখাচ্ছে। যেখানে যাই, সেখানেই ওরা বিক্ষোভ দেখায়। দিল্লিতে গেলেও আমার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। আমি বলছি তোমাদের বিদায় জানাব।"
জানবাজারের পাশাপাশি শেক্সপিয়ার সরণি এবং ভেনাস ক্লাবের কালীপুজোরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। করোনা নিয়েও সতর্ক করেন। কোভিডবিধি মেনেই আলোর উৎসবে মেতে ওঠার পরামর্শ দিয়েছেন তিনি।
কালীপুজোয় বাজি পোড়ানো নিয়েও সাবধান করেন মুখ্য়মন্ত্রী। বলেন, "হাই কোর্ট বলেছিল রাজ্যে সব বাজি নিষিদ্ধ। কিন্তু সুপ্রিম কোর্ট পরিবেশবান্ধব বাজি পোড়ানোয় ছাড় দিয়েছে। আপনারা সাবধানে বাজি পোড়ান।"
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পূর্ব ঘোষণা মতোই পুজোর পর রাজ্যে ফের চালু হতে চলেছে দুয়ারে রেশন। আগামী ১৬ নভেম্বর থেকে আবারও এই পরিষেবা পাবেন সাধারণ মানুষ।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.