আনুষ্ঠানিকভাবে পুজোর বাকি এখনও তিন দিন। যদিও চেনা ছন্দে চতুর্থীতেই উৎসবে মেতে উঠল বাঙালি। এদিন আলিপুর বডিগার্ড লাইন ও সুরুচি সংঘের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চতুর্থীর বিকেলে প্রথমে আলিপুর বডিগার্ড লাইনের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন মেয়র ববি হাকিম।
সেখান থেকে বেরিয়ে সন্ধে নাগাদ সোজা সুরুচিতে উপস্থিত হন মমতা। সুরুচি সংঘের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
পুজোর আগে আজ শেষ রবিবার। স্বাভাবিকভাবেই দুর্গা পুজোর প্রাক্কালে শেষ ছুটির দিনে কেনাকাটার ভিড় জমে নিউ মার্কেটে।
দুর্গা পুজো উপলক্ষে প্রতিবারই শিয়ালদহ স্টেশনের সামনে ভিড় জমান ঢাকির দল। এবারও তার ব্যতিক্রম ছিল না। ঢাকের আওয়াজে মুখরিত হয়ে ওঠে শিয়ালদহ চত্বর।
চতুর্থীর সন্ধেতেই ঠাকুর দেখার ভিড় উপচে পড়ে বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিন সংঘের মণ্ডপে।
একই ছবি দেখা যায় দক্ষিণ কলকাতা গড়িয়াহাটে সিংহি পার্কের পুজোয়। এখানেও উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
রবিবার শিশুদের হাত দিয়েই উদ্বোধন করা হল ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীনের পুজো।
শিশুদের কথা মাথায় রেখে শিল্পী পুর্ণেন্দু দের ভাবনায় ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীনের এবারের থিম 'আমাদের দুগ্গা মা'।
পরনে ধুতি-পাঞ্জাবি। বাঙালি বেশে সুরুচি সংঘের পুজোয় হাজির কিংবদন্তি ব্রায়ান লারা।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.