Advertisement
Advertisement

দুর্গাপুজোর উদ্বোধন হয়েছিল ভারচুয়ালি, কালীপুজোয় নিজে গিয়েই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

এবার কালীপুজোর বিসর্জন হবে তিন দিনেই, জানিয়ে দিল নবান্ন।

বুধবারই একাধিক পুজোর উদ্বোধন সেরে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যেয় নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর ভেনাস ক্লাবের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করেন জানবাজারের বিধায়ক স্বর্ণকমল সাহার পুজোর।

উদ্বোধন পর্বে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়রা।

ক’দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর পায়ে সেপটিক হয়ে গিয়েছিল৷ বিছানা থেকে উঠতে পারেননি বেশ কিছুদিন৷ যার জেরে ভার্চুয়ালি দুর্গাপুজোয় উদ্বোধন করলেও এদিন সশরীরে কালীপুজো উদ্বোধনে হাজির হন মমতা।

পুজো উদ্বোধন করার পরে মমতা বলেন, "আমার সিঁড়ি চড়া বারণ। আমি এখন সুস্থ আছি। তবু আমি রিস্ক নিচ্ছি না।"

চারদিন আগে কালীপুজোর উদ্বোধন হলেও, ভাসান হবে তিনদিনেই। বুধবার নবান্ন থেকে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে।