Advertisement
Advertisement
Mamata Banerjee

মেদিনীপুরের সভায় জুন মালিয়ার সঙ্গে আদিবাসী নৃত্য মমতার, বাজালেন ধামসাও

সভামঞ্চ থেকে বিজেপিকে তোপ মমতার।

লোকসভা ভোটের আগে ২ দিনের জেলা সফরে মঙ্গলবার মেদিনীপুরে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে চেনা মেজাজেই ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঞ্চে উঠে ধামসা বাজাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। পা মেলালেন আদিবাসী নাচের ছন্দে। সঙ্গে ছিলেন জন মালিয়া। মুখ্যমন্ত্রীকে এভাবে সামনে পেয়ে উচ্ছ্বসিত আমজনতা।

এদিন মঞ্চ থেকে আমজনতার হাতে বেশ কয়েকটি সরকারি পরিষেবার সুবিধা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রীর মতো সরকারি প্রকল্প গুলোর কথা তুলে ধরেন তিনি।

মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। একাধিক প্রতিশ্রুতি দিলেও কেন্দ্র কোনওটাই পূরণ করেনি বলে দাবি করেন তিনি। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও আক্রমণ করেন বিজেপি সরকারকে। সাফ জানান, "দিল্লির ভিক্ষে লাগবে না, রাজ্যই করবে ঘাটাল মাস্টার প্ল্যান।"

এদিন সভা শেষে সৃষ্টিশ্রীর স্টল ঘুরে দেখেন তিনি। হস্তশিল্পের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মেদিনীপুরের সভা শেষে এদিন কলকাতা ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়।