বয়সের কথা মালাইকা অরোরার ক্ষেত্রে না বলাই ভালো। বলিউডের ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ যখনই ক্যামেরার সামনে আসেন মন্ত্রমুগ্ধ করে দেন। এবারও তার ব্যতিক্রম হল না।
এক ম্যাগাজিনের জন্য মালাইকার এই স্পেশাল ফটোশুট। তারকাকে সাজিয়েছেন আস্থা শর্মা এবং মনীষা ছানাং শাহ। ছবি তুলেছেন অভিত গিদওয়ানি।
গত কয়েকটা দিন মালাইকার জীবনে দুঃস্বপ্নের মতো কেটেছে। সেপ্টেম্বর মাসে আত্মঘাতী হন অভিনেত্রীর বাবা অনিল অরোরা। শোনা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা এলাকার ৬ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দেন তিনি।
শোনা যাচ্ছে, বহুদিন ধরে অসুস্থ ছিলেন মালাইকার বাবা। সেই কারণেই কি এই পদক্ষেপ? প্রশ্নের উত্তর মেলেনি। তবে বাবার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন মালাইকা। ধীরে ধীরে নিজেকে সামলেছেন।
আবারও কাজ শুরু করে দিয়েছেন মালাইকা। ক্যামেরার সামনে বরাবর বিন্দাস অভিনেত্রী। এবার সমুদ্রের ধারে ছড়ালেন উষ্ণতা।
কেরিয়ারের শুরুর দিকেই সলমন খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। প্রায় দুই দশকের সেই বিয়ে ভাঙে ২০১৬ সালে। ২০১৭ সালে দুজনের ডিভোর্স হয়। দুজনের এক ছেলেও রয়েছে।
শোনা যায়, ২০১৬ সালেই নিজের চেয়ে ১১ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা। বেশ কিছু সময় লুকোছাপার পর সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করেন দুজন।
কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, মালাইকা ও অর্জুনের সম্পর্কে চিড় ধরেছে। তাঁরা নাকি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও প্রকাশ্যে এ নিয়ে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.