অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রায় গোটা বলিউড। প্রত্যেক অনুষ্ঠানে অর্জুন কাপুরকে দেখা গিয়েছে। কিন্তু মালাইকা এই সবের মধ্যে নেই। তিনি ঘুরে বেড়াচ্ছেন স্পেনে।
ইউরো জিতেছে স্পেন। আর এতে উচ্ছ্বসিত মালাইকা। তাই হয়তো সেদেশেই পছন্দের ডেজার্ট দিয়ে মুখমিষ্টি করার এই ছবি শেয়ার করেছেন। পরনে নিয়ন সবুজ বিকিনি।
বলিউডের 'ছঁইয়া ছঁইয়া' গার্ল মালাইকা। বয়সের ভার তাঁর সৌন্দর্য কেড়ে নিতে পারেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়েছেন আরও মোহময়ী।
কেরিয়ারের শুরুর দিকেই সলমন খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। প্রায় দুই দশকের সেই বিয়ে ভাঙে ২০১৬ সালে। ২০১৭ সালে দুজনের ডিভোর্স হয়। দুজনের এক ছেলেও রয়েছে।
শোনা যায়, ২০১৬ সালেই নিজের চেয়ে ১১ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা। বেশ কিছু সময় লুকোছাপার পর সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করেন দুজন।
কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, মালাইকা ও অর্জুনের সম্পর্কে চিড় ধরেছে। তাঁরা নাকি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও প্রকাশ্যে এ নিয়ে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.