বাঙালির শীতের ঝুলিতে অনেক কিছু আছে। যেমন আছে নলেন গুড়, যেমন আছে শীতের রোদের আমেজ, যেমন আছে সার্কাস, তেমনই আছে জাদু। ছবি- কৌশিক দত্ত
উইকিপিডিয়ার মতে ইংরেজি ম্যাজিক, মেইজ এবং ম্যাজিশিয়ান শব্দসমূহের উৎপত্তি ল্যাটিন ম্যাগাস থেকে, যার উৎপত্তি প্রাচীন পার্সীয় magus থেকে। ছবি- কৌশিক দত্ত
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে এবং পঞ্চম শতাব্দীর প্রথমদিকে, এই শব্দটি প্রাচীন গ্রীকে প্রবেশ করে, যেখানে তা প্রতারণাপূর্ণ, লৌকিকতাবর্জিত, এবং বিপজ্জনক বলে বিবেচিত রীতিগুলোকে নির্দেশ করতে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। ছবি- কৌশিক দত্ত
উনবিংশ শতাব্দী থেকে, শিক্ষার বিভিন্ন শাখায় পণ্ডিতরা জাদুবিদ্যা শব্দটিকে ব্যবহার করেছেন কিন্তু সেটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন এবং বিভিন্ন জিনিসের প্রসঙ্গে ব্যবহার করেছেন। ছবি- কৌশিক দত্ত
আমাদের দেশ ১৮ শতকের শুরুতে জাদুবিদ্যার চর্চা হতে শুরু করে। পরবর্তী কালে জাদু খেলা প্রচণ্ড জয়প্রিয় হয়। ছবি- কৌশিক দত্ত
এই শীতের কলকাতাতেও চলছে জাদুর আসর। ছবি- কৌশিক দত্ত
কলকাতার মহাজাতি সদনে জাদুকর ও পি শর্মা জুনিয়র তার মায়াজালে আবদ্ধ করছে দর্শকদের। ছবি- কৌশিক দত্ত
তাঁর জাদুর মধ্যে যেমন প্রচলিত জাদু ও রয়েছে তেমন রয়েছে নতুন ধরনের বিভিন্ন জাদু বিদ্যা। ছবি- কৌশিক দত্ত
আমেরিকার স্ট্যাটু অফ লিবার্টির রেপ্লিকাকে গায়েব করে দেওয়া বা ড্রিল অফ ডেথের মতো রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জাদু। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই জাদুর কারসাজি।জাদুর মধ্য দিয়েই তিনি দিচ্ছেন কন্যা ভ্রুণ হত্যার বিরুদ্ধে, পরিবেশ বাঁচানোর পক্ষে বার্তা। ছবি- কৌশিক দত্ত
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.