বাংলা সিরিয়ালের চেনা মুখ। সৃজিত মুখোপাধ্যায়ের 'X=Prem' সিনেমায় অদিতি হয়ে নজর কেড়েছিলেন। নিজের মধুর চাহনিতে এভাবেই নেটপাড়া মাতিয়ে রাখেন মধুরিমা বসাক।
নেটদুনিয়া মারফত পাওয়া তথ্য অনুযায়ী, নবদ্বীপের মেয়ে মধুরিমা। তবে বহু বছর আগেই কলকাতায় চলে এসেছিলেন। তার পর গ্ল্যামার জগতে প্রবেশ।
'মোহর', 'গুড্ডি'র মতো সিরিয়ালে দেখা গিয়েছে মধুরিমাকে। 'X=Prem'-এর মতো সিনেমার পাশাপাশি 'আবার রাজনীতি'র মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।
এমনিতে মেদহীন চেহারা। তবে দুর্গাপুজোর সময় মধুরিমার 'নো ডায়েট পলিসি'ই থাকে। পাঁঠার মাংস আর রাস্তার পাশের দোকানের ঘুগনি ছাড়া অভিনেত্রীর পুজো অসম্পূর্ণ।
ছোটবেলায় মধুরিমার দুর্গাপুজো কাটত ফুলিয়ার মামাবাড়িতে। সেই স্মৃতি অভিনেত্রীর কাছে এখনও সম্পদ।
অভিনেত্রীর নবদ্বীপের বাড়িতে বড় করে লক্ষ্মীপুজো হয়। তাতেও প্রচুর হইহুল্লোড় হয় প্রতিবছর। ছবি: ফেসবুক ও ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.