Advertisement
Advertisement

Breaking News

Oscar 2022

স্মিথের ‘চড়’ বিতর্ক, পঞ্চাশে ‘গডফাদার’, অস্কারের রেড কার্পেটের কয়েক ঝলক

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গোটা বিশ্বকে এক রঙিন সন্ধে উপহার দিল হলিউড।

অনুষ্ঠিত হল এ বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গোটা বিশ্বকে এক রঙিন সন্ধে উপহার দিল হলিউড। অস্কারের রেডকার্পেটে নজর কাড়লেন হলিউড তারকারা। এর পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে এক মিনিট নীরবতা পালনও করা হল এই অনুষ্ঠানে। রেড কার্পেটে দেখা মিলল পরিচালক স্পিলবার্গ, অভিনেত্রী রিটা মোরিনো এবং এবারের অস্কারে সেরা সহ অভিনেত্রী আরিয়ানা ডিবোসকে। Photo: AP

'কিং রিচার্ড' ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পেলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। তবে সঞ্চালক ক্রিস রককে চড় মারায় বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা। উইল স্মিথ ও সঞ্চালক ক্রিসের এমন সংঘাত দেখে গোটা বিশ্ব অবাক। রেড কার্পেটে স্ত্রী জাডার সঙ্গে দেখা গেল উইল স্মিথকে। Photo: AP

অস্কারে সেরা অভিনেত্রীর লড়াই এবার বেশ কঠিন ছিল। তবে প্রথম থেকেই জল্পনায় ছিলেন 'দ্য আইস অফ টেমি ফায়ের' অভিনেত্রী জেসিকা চেস্টিন। সেই জল্পনাই সত্যি হল। এবারের অস্কারে সেরা অভিনেত্রী হলেন জেসিকাই। তাঁকে দেখা গেল হালকা বেগুনি রঙের ঝলমলে ইভনিং গাউনে। Photo: AP

অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি রেড কার্পেটে নজর কাড়লেন পরিচালক আভা ডুভারনে। লুই ভিত্তোর গাঢ় নীল পোশাকে আভার এন্ট্রি ছিল দেখার মতো। Photo: AP

প্রাডার অ্যাকোয়া গ্রিন পোশাকে নজর কাড়লেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল। Photo: AP

'দ্য ব্যাটম্যান' খ্যাত অভিনেত্রী জো ক্রাভিৎসকে দেখা গেল হালকা গোলাপি রঙের অফ শোল্ডার বেবি ফ্রকে। Photo: AP

লাল রেট্রো ইভনিং গাউনে নজর কাড়লেন অভিনেত্রী রোজি পেরাজ। সঙ্গে দেখা গেল অস্কারের সঞ্চালক জ্যাসনকে। Photo: AP

পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলার ছবি ‘গডফাদারে’র (The God Father) পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মানও জানানো হয়েছে।