Advertisement
Advertisement
Mamata Banerjee

লোকসভা ভোটে দলের বিপুল সাফল্য, ভবানীপুরের শীতলা মন্দিরে পুজো মমতার

বৃহস্পতিবার সন্ধেবেলা পুজো দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনও কথা বলতে চাইলেন না মুখ্যমন্ত্রী।

চব্বিশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। দারুণ রেজাল্ট এ রাজ্যের শাসকদল তৃণমূলের! বিয়াল্লিশের মধ্য়ে ২৯ আসনই ঘাসফুল প্রার্থীদের দখলে। সেই সাফল্যের পর প্রথমবার পুজো দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সন্ধেবেলা নিজের বিধানসভা এলাকা ভবানীপুরের শীতলা মন্দিরে গিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপ-দীপ-মিষ্টি সহকারে আরতি করেন। সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা। পুজো দেওয়ার পর পুরোহিতদের সঙ্গে কথাও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এই প্রথম নয়, ভবানীপুরে এই শীতলা মন্দিরে অনেক সময়েই পুজো দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ভোটের মাঝেও একদিনে মন্দিরে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার লোকসভা ভোটে দলের জয়কে তিনি উৎসর্গ করলেন শীতলার চরণে।

বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া কিংবা চার্চ বা মসজিদে প্রার্থনা, ধর্মসমন্বয়ের বৈচিত্র্যে অন্যতম ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। 'বিবিধের মাঝে মিলন মহান' নীতিতে বিশ্বাসী তিনি। যে কোনও সময় পুজো, প্রার্থনায় অভ্যস্ত। তাঁর কাছে কোথাও পুজো দিতে যাওয়া বিশেষ কিছু নয়।

মঙ্গলবার ফলপ্রকাশের পর একেবারে ঘরোয়া পোশাকেই কালীঘাটের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন। দলের সাফল্যে তাঁর চোখমুখ ছিল উজ্জ্বল। সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি নিজেও রেকর্ড ভোটের ব্যবধানে জিতে হ্যাটট্রিক করেছেন।

প্রতি নির্বাচনের আগে হোক বা পরে, লড়াইয়ের প্রেরণা, শক্তি আর আনন্দ আবর্তিত হয় দলনেত্রীকে ঘিরেই। এবারও তার ব্যতিক্রম নয়। জয়ী প্রার্থীরা যেমন সর্বাগ্রে নেত্রীর প্রতি উৎসর্গ করেছেন তাঁদের সাফল্য, তিনিও সকলকে প্রাণভরে আশীর্বাদ করেছেন। আর তাঁদের জীবনের নতুন পথচলার পাথেয় হিসেবে দেবী শীতলার প্রতি তাঁর এই অর্ঘ্য।