Advertisement
Advertisement

Breaking News

ঘরোয়া আয়োজন, পরিবারের সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনায় ঋতুপর্ণা

পুজো সেরেই কোথায় গেলেন অভিনেত্রী?

সংসারে সুখসমৃদ্ধি থাক। হোক দেবী লক্ষ্মীর কৃপা। এমন কামনা সবারই থাকে। তাই কোজাগরী লক্ষ্মীপুজোয় হরিপ্রিয়ার বন্দনায় মেতে উঠলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

অন্যান্যবার বেশ ঘটা করেই লক্ষীপুজোর আয়োজন করেন। কিন্তু এবারে ছিমছামভাবেই আয়োজন করেছেন জনপ্রিয় অভিনেত্রী।

পরিবারের সঙ্গে মিলেই এদিন পুজো দেন ঋতুপর্ণা। লাল শাড়ি ছিল অভিনেত্রীর পরনে। স্বামী-শাশুড়িকে সঙ্গে নিয়ে এদিন পুজোয় বসেন ঋতুপর্ণা।

সপরিবারে এদিন লক্ষ্মীপুজো করেন ঋতুপর্ণা। বাড়ির কোণেই ঠাকুরঘরে লক্ষ্মীদেবীর আরাধনা করেন অভিনেত্রীর পরিবার।

সংসারে শ্রীবৃদ্ধি হোক, উপচে পড়ুক দেবীর কৃপা- লক্ষ্মীপুজোয় এমন প্রার্থনাই থাকে সকলের মনে।

তবে কোজাগরী পূর্ণিমাতেই কলকাতা ছাড়লেন ঋতুপর্ণা। পুজো দিয়েই অভিনেত্রী পাড়ি দেন সিঙ্গাপুর। ছবি: নিজস্ব।