ডিভিসির ছাড়া জলে ভাসছে বাংলার একাধিক জেলা। এই পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি দলের নেতা-কর্মীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের পাশে থাকার।
শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য।
সকাল থেকে কোলাঘাটের দেড়িয়াচক, ভোগপুর-সহ একাধিক এলাকায় যান দুই তৃণমূল নেতা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন। এবং সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেন।
ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া প্রায় শতাধিক দুর্গতদের মধ্যে শুকনো মুড়ি, চিড়ে-সহ, আলু, ডাল, তেল বন্টন করেন। ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
কংসাবতী নদীর বাঁধ ভেঙে পূর্ব মেদিনীপুরে এই বিপর্যয়ের জন্য মুখ্যমন্ত্রীর সুরে ডিভিসিকে দায়ী করেন কুণাল-দেবাংশু।
কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদ সদস্য অসীম মাঝি, আইএনটিটিইউসির জেলা সভাপতি চন্দন দে, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.